১।নির্ভুল রিপোর্টের জন্য সঠিক হিস্টরি প্রদান করিতে হইবে।২।সঠিক রিপোর্টের জন্য পরিষ্কার ছবি ও সঠিক পজিশনের ছবি প্রদান করুন।৩।অনলাইন রিপোর্ট শুধু চিকিৎসার জন্য গ্রহণযোগ্য।৪।অনলাইন রিপোর্টের জন্য ২০ থেকে ৩০মিনিট সময় লাগতে পারে।৫।পুলিশ কেস রিপোর্টের জন্য ডাক্তার কে অবহিত করতে হবে।৬।E.M.B.R.S.L এর রিপোর্ট পুলিশ মামলার জন্য গ্রহণযোগ্য নহে।৭।বিল সংক্রান্ত যে কোন সমস্যা প্রতি মাসের০১ থেকে০৫ তারিখের মধ্যে সমস্যা সমাধান করে নিতে হবে।৮।যেকোন সমস্যা সমাধানের জন্য নির্ধারিত নাম্বারে যোগাযোগ করুন।